চোরাই সামগ্রী-সহ গ্রেফতার তিনজন। ছবি: প্রতিবেদক
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সোনারপুর: কলকাতা শহরতলির সোনারপুর, রাজপুর, নরেন্দ্রপুর, মল্লিকপুর বারুইপুর-সহ বিভিন্ন এলাকা থেকে ইদানীং প্রচুর মোবাইল চুরির অভিযোগ সোনারপুর থানায় আসছিল। তারই ভিত্তিতে সোনারপুর থানার আইসি সঞ্জীব চক্রবর্তী পিসি অফিসারদের নিয়ে একটা টিম তৈরি করেন। সেই টিমে পিসি অফিসার সুরজিৎ দাসের নেতৃত্বে স্টিম অপারেশনে তিনজনকে হাতেনাতে গ্রেফতার হয়।
পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে তিন চোর সোনারপুর মিশনপল্লির মোড়ে জড়ো হয়েছে। কোথাও চুরি করতে যাবার উদ্দেশ্যে। সেই খবর পাওয়া মাত্রই পিসি অফিসার এসআই সুরজিৎ দাস-সহ পুলিশের বিশেষ টিমের তৎপরতার হাতেনাতে তিনজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের একটু অসাবধানতা দেখতে পেলেই তাদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে বাইকে করে পালিয়ে যেত এই চোরেরা। বিশেষ করে সকালে যারা প্রাতঃভ্রমণ করেন, তাঁদের অনুসরণ করে মহিলাদের সোনার চেন, মোবাইল ছিনতাই করে বাইক চালিয়ে চোখের নিমেষে চলে যেত এরা। কারোর ধরার ক্ষমতা থাকত না।
কীভাবে ওরা স্টিম অপারেশন চালাত পুলিশের কাছে সবই স্বীকার করেছে। চুরি করা বিভিন্ন রকমের একাধিক মোবাইল ও বিভিন্ন রকমের অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ তিন জনের বিরুদ্ধে চুরি এবং ডাকাতির কেস রুজু করে তদন্তের কাজ শুরু করেছে।
ধৃত তিনজন হল অসীম মণ্ডল (১৮), বিকি আলী (২২), আলী গাজী (২৯)। এদের মধ্যে প্রথম দু’জনের বাড়ি নরেন্দ্রপুর এবং আলী গাজীর বাড়ি মল্লিকপুর এলাকায়। ধৃতদের শনিবার সোনারপুর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।
Be First to Comment