Press "Enter" to skip to content

পারিবারিক অশান্তি চরমে! সোনারপুরে শ্যালকের কানে কামড় জামাইবাবুর

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : এবার সোনারপুরের নোয়াপাড়ার আনন্দপল্লীতে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, পারিবারিক বিবাদের জেরে শ্যালকের কানে কামড় দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করলেন জামাইবাবু।

এই ঘটনায় আক্রান্ত শ্যালক রাজা শ্রীবাস্তব। তিনি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

সোনারপুর মালিপাড়ার বাসিন্দা সৌরভ সেন প্রায় প্রতিদিন মদ্যপান করেন। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই স্ত্রী সুস্মিতা সেনকে মারধর করেন। শুক্রবার গভীর রাতেও একই ঘটনা ঘটে। স্ত্রীর উপর অত্যাচার চালাতে থাকেন সৌরভ।

সেই সময় পাশের বাড়িতে থাকা সুস্মিতার ভাই রাজা শ্রীবাস্তব দিদির কান্নার আওয়াজ ও তাকে মারধর করার শব্দ শুনে ছুটে আসেন। তিনি জামাইবাবুর হাত থেকে দিদিকে বাঁচানোর চেষ্টা করলে সৌরভ আরও হিংস্র হয়ে ওঠেন।

অভিযোগ,নেশার ঘোরে সৌরভ নিজের রাগ সামলাতে না পেরে শ্যালকের কানে কামড় বসিয়ে দেন। শুধু তাই নয়, ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ও চেষ্টা করেন। গুরুতর আহত হন রাজা। রাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা করা হয়।গভীর রাতে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনার পর শনিবার সকালেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত রাজা শ্রীবাস্তব। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এই ঘটনার পর আতঙ্কে রয়েছে রাজা ও তাঁর পরিবার।

দীর্ঘদিন ধরে সৌরভের অত্যাচার সহ্য করলেও এবার পুরো বিষয়টি আইনি পথে মেটানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পরিবারের সদস্যদের বক্তব্য, অভিযুক্তের কঠোর শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের হিংসাত্মক ঘটনা না ঘটে।

পুলিশ জানিয়েছে,অভিযুক্ত সৌরভ সেনের খোঁজ চলছে এবং দ্রুতই তাকে গ্রেফতার করা হবে।আর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসী ও সৌরভের কঠোর শাস্তির দাবি তুলেছেন।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *