বারাবনি: আসানসোলের বারাবনি থানার দোমোহানি কেলেজোড়া হাইস্কুলে সোমবার সকালে একটি বিশালকার সাপ দেখতে পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, এদিন সকালে কয়েকজন স্কুল পড়ুয়া শৌচাগারে যাওয়ার সময় খোলা জায়গায় একটি সাপ দেখতে পায়। স্বাভাবিক ভাবেই তারা আতঙ্কিত হয়ে পড়েন। তারা সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষকদেরকে সেই সাপের কথা বলে। এরপর সাপের কথা বলে খবর দেওয়া হয় বারাবনি থানায়।
থানা থেকে তা জানানো হয় বন দপ্তরের সরিষাথলি অফিসে। কিছুক্ষণের মধ্যেই বারাবনি থানার পুলিশ ও বন দপ্তরের কর্মীরা স্কুলে আসেন। বেশ কিছুক্ষনের মধ্যেই বন দফতরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

বন দফতরের তরফে জানা গেছে, এটি কোন বিষাক্ত সাপ ছিল না। একটি প্লাস্টিকের জালের মধ্যে সাপটি ফেঁসে গিয়ে আটকে পড়েছিল। সেই অবস্থায় এদিন সকালে স্কুলে আসার পরে পড়ুয়ারা সাপটিকে দেখতে পান।
এই ব্যাপারে স্কুলের এ্যাসিসটেন্ট শিক্ষক জগন্নাথ প্রসাদ বন্দোপাধ্যায় বলেন, এদিন সকালে স্কুলে আসার পরে কয়েকজন পড়ুয়া শৌচাগারে যাওয়ার সময় সাপটিকে জালের মধ্যে আটকে থাকা অবস্থায় দেখতে পান। পরে পুলিশের উপস্থিতিতে বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে নিয়ে যায়।




Be First to Comment