বারাবনি: রাতের অন্ধকারে তালা ভেঙে ছয়টি ইসিএলের আবাসন বেআইনিভাবে দখল করে নেওয়ার অভিযোগ উঠল এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে।
সোমবার রাতে আসানসোলের বারাবনিতে ইসিএলের সাতগ্রাম ও শ্রীপুর এরিয়ার ভানোডা কোলিয়ারির ঘটনা। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, সোমবার রাতে ওই ছয়টি ইসিএল আবাসনের তালা ভেঙে স্থানীয় কিছু পুরুষ ও মহিলা ঢুকে পড়ে। মঙ্গলবার সকালে এই খবর যায় ইসিএলের আধিকারিকদের কাছে। তারপর তারা তড়িঘড়ি ইসিএলের এরিয়া সিকিউরিটি ও ভানোড়া কোলিয়ারির আধিকারিকদের এলাকায় গিয়ে ওইসব আবাসন খালি করতে বলা হয়। সেই মতো তারা ওই এলাকায় আসে।

কিন্তু ইসিএলের সিকিউরিটি অফিসাররা যখন ওই সব আবাসন দখল করে নেওয়া লোকেদেরকে খালি করতে বলেন, তখন তারা নারাজ হন। ইসিএলের সিকিউরিটি অফিসাররা হুঁশিয়ারী দিয়ে বলে দেন, আবাসন এখনই খালি না করলে, তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে । তার ফলে তারা আবাসন থেকে নিজেদের জিনিসপত্র বার করে নেন। তালা ভেঙে ইসিএলের আবাসন দখল করে নেওয়া মহিলারা সিকিউরিটি অফিসারদের বলেন, আবাসন খালি ছিল তাই আমরা থাকছিলাম। যা শুনে সিকিউরিটি অফিসাররা হতবাক হয়ে যান।
এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন পার্সোনাল ম্যানেজার (ভালোরা কোলিয়ারি) রঞ্জিত রাঠোর ও চরণপুর খোলা মুখ খনির সিকিউরিটি অফিসার শান্তনু বারিক। কার মদতে এইভাবে কোম্পানির আবাসন রাতের অন্ধকারে তালা ভেঙে দখল করে নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখছে ইসিএল কর্তৃপক্ষ ।




Be First to Comment