Press "Enter" to skip to content

আসানসোলে বসে বিদেশি নাগরিকদের প্রতারণার ছক, গ্রেফতার ৬

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোলে বসে বিদেশি নাগরিকদের প্রতারণার ছক। বিশেষ সূত্রে খবর পেয়ে এই প্রতারণা চক্রের হদিশ পেল আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার থানা।

রীতিমত কল সেন্টার খুলে আমেরিকা সহ বিভিন্ন দেশের নাগরিকদের অ্যান্টি ভাইরাস বিক্রির ছক করে টাকা নিয়ে প্রতারণা করত। পুলিশ এই দলের ছ’জনকে গ্রেফতার করেছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি এসএসডি ও হার্ড ডিস্ক।

মীর সইদুল আলি, এডিসি, ডিডি জানিয়েছেন, আমেরিকার কোনও প্রতারণা সংস্থার সাব এজেন্ট হয়ে এরা কাজ করত। আমেরিকার ওই সংস্থা ওই দেশের নাগরিকদের জাঙ্ক মেইল পাঠাত। তাতে ভয় দেখানো হত, তাদের সিস্টেম ক্র‍্যাস করতে পারে। কম্পিউটারে অ্যান্টি ভাইরাস নেওয়ার জন্য ফোন নম্বর দেওয়া হত ওই মেইলে৷

বিদেশি নাগরিকরা ওই নম্বরে ফোন করলেই প্রতারকদের খপ্পরে পড়ত। সেই ফোনগুলি আসানসোলের ওই কল সেন্টারে আসত। টেলি কলাররাও নিজেদের নাম পরিবর্তন করে বিদেশীদের নাম নিয়ে ফোন করত।

পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এই আন্তর্জাতিক প্রতারণা চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *