কাঁকসা : জঙ্গলের পাশের জলাশয়ে এক নলা রাইফেল উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।
গোটা সেদ্ধর জন্য মাছ প্রয়োজন । সেইজন্য প্রতিবছর সরস্বতী পুজোর দিন মাছ ধরা হয় বিভিন্ন পুকুরে । সেই জন্য
সরস্বতী পুজোর দুপুরে মাছ ধরতে গিয়ে এক নলা রাইফেল উঠলো জালে। যাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। পুলিশ রাইফেলটি উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক অনুমান, বহুদিনের পুরনো দেশীয় একনলা রাইফেল। দীর্ঘদিন ধরে জলে পড়ে থাকাই মরচে ধরেছে। তবে কোথা থেকে এল এই রাইফেলটি সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এইসব বাম আমলের অস্ত্র। কয়েক বছর আগেও বিষ্ণুপুর গ্রামের যমঘোষ নামের একটি পুকুর থেকে এই রকমই একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। এবার জঙ্গলের পাশের পুকুর থেকে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। এমন ঘটনায় আমরা স্বভাবতই আতঙ্কিত।




Be First to Comment