জৈবিক নমুনা সংগ্রহ করেন গবেষকেরা। ছবি: প্রতিবেদক
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: এ বার নদীমাতৃক সুন্দরবনের বাস্তুতন্ত্রে উপকারী জীবাণুর সন্ধান পেতে শুরু হল গবেষণা। কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র,‘সিফরি’-র উদ্যোগে এই কাজ শুরু হল।
সম্প্রতি সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে নানা ধরনের নমুনা সংগ্রহ করেছেন সিফরির একদল গবেষকে। সিফরির অধিকর্তা বসন্তকুমার দাসের নেতৃত্বে সুন্দরবনের জীববৈচিত্রের বিষয়ে বিস্তারিত জানতেই এমন কর্মসূচি বলে জানাচ্ছেন তাঁরা।
সুন্দরবনের বনি ক্যাম্প থেকে শুরু হয় গবেষকদের এই অভিযান। নদী তীরবর্তী এলাকা থেকে বিজ্ঞানীরা মাটি, জল, প্ল্যাঙ্কটন, ইত্যাদির নমুনা সংগ্রহ করেন। কলস, ঝড়খালি, দোবাঁকি-সহ সুন্দরবনের বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে জৈবিক নমুনা সংগ্রহ করার সঙ্গে সঙ্গে স্থানীয় মৎস্যজীবীদের থেকে সুন্দরবনের প্রাকৃতিক পরিস্থিতি, আবহাওয়ার পরিবর্তন, দূষণ সম্পর্কে বিস্তারিত তথ্যও সংগ্রহ করেন তাঁরা।
সুন্দরবন থেকে পাওয়া উপাদানের বিশ্লেষণের জন্য পরিবর্তিত পরিস্থিতিতে সুন্দরবনকে কী ভাবে রক্ষা করা যায়, সে বিষয়ে সম্যক ধারণা পাওয়া গেল বলেই মনে করছেন বিজ্ঞানীরা। তাঁরা জানান, সুন্দবনের ঘন ম্যানগ্রোভ থেকে উপকারী জীবাণু এবং প্লাস্টিক-দূষণ রোধকারী জীবাণুর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সুন্দরবনের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখা এবং জীববৈচিত্র সংরক্ষণের চেষ্টা করাই তাঁদের লক্ষ্য।
সংস্থার বিজ্ঞানী ধ্রুবজ্যোতি সরকার-সহ পাঁচ অনুসন্ধানকারী কাজ করছেন। সিফরির এক অধিকর্তা বলেন, ‘‘সুন্দরবনকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তাই সংস্থার তরফে অনুসন্ধান শুরু করা হয়েছে নিজেদের মতো করে। আমাদের গবেষকেরা নিশ্চয়ই ভালো কোনো পথের সন্ধান দেবেন। আর তা থেকেই সুন্দরবনের অনেক অজানা তথ্য উঠে আসবে।”
Be First to Comment