Press "Enter" to skip to content

অক্ষরধাম মন্দিরের আদলে শ্যামাপুজোর মণ্ডপ জলপাইগুড়ির দেশবন্ধুনগর উত্তরপল্লিতে

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, জলপাইগুড়ি: দিল্লির বিশ্বখ্যাত অক্ষরধাম মন্দির এ বার শহরে। আসন্ন শ্যামপুজোয় গিনেস বুকে স্থান পাওয়া ওই মন্দিরের আদলেই আসন্ন শ্যামা পুজোর মণ্ডপ তৈরি করছে শহরের দেশবন্ধু নগর উত্তরপল্লি ক্লাব। এই মন্দির নিয়ে ইতিমধ্যেই আগ্রহ বেড়েছে শহরবাসীর।

দুর্গাপুজোর বেশ আগে থেকেই এই মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে। দিনভর দফায় দফায় তদারকি করে যাচ্ছেন সভাপতি মনোজ নাহা চৌধুরী, ভুবন ভট্টাচার্য, সুপ্রিয় রায়-সহ আয়োজকদের সবাই। এ বার বাজেট কমবেশি ১৩ লক্ষ টাকা বলে জানিয়েছেন আয়োজকেরা।

পরিবেশবান্ধব উপকরণ দিয়ে, ওই মন্দিরের সব অংশই ক্ষুদ্র পরিসরে তুলে ধরার চেষ্টায় ব্যস্ত কোচবিহারের মাথাভাঙার ডেকোরেটর দীপক পাল-সহ অন্য কারিগরেরা। এই মণ্ডপেই সাবেকি ভাবে মায়ের পুজো করা হবে। প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পী জীবন পাল। বিগত সময়ে একাধিক বার অভিনব থিমে মণ্ডপ বানিয়ে দর্শনার্থীদের মন জয় করে নিয়েছে এই পুজো কমিটি। এর পাশাপাশি, সরকারি ও বেসরকারি ভাবে সম্মানও জুটেছে।

কথায় বলে, দিল্লি ঘুরতে এলে না কি অক্ষরধাম না ঘুরে যান না পর্যটকেরা। তেমনই, এ বার উত্তরপল্লির ক্লাবের এই মণ্ডপ দেখতে শহর ও শহরতলির দর্শনার্থীদের রেকর্ড ভিড় হবে বলে আশা সদস্যদের। যুগ্ম সম্পাদক তনুময় ভট্টাচার্য ও সমরজিৎ ঘোষ জানান, দুর্গাপুজোর পাশাপাশি ঘটা করে শ্যামা মায়ের আরাধনাও সাড়ে পাঁচ দশকের বেশি সময় ধরে চলছে। পুজো উপলক্ষ্যে বস্ত্রদান, রক্তদান শিবিরের সঙ্গে পরিবেশ সচেতনতা মূলক কর্মসূচিও হাতে নেন তারা।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *