প্রবোধ দাস, পুরুলিয়া: একই দিনে পুরুলিয়াতে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর পুরুলিয়া সফরের বিষয়টি নিশ্চিত করেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো।
আজ, মঙ্গলবার কাশীপুর বিধানসভার হুড়া পেট্রোল পাম্প থেকে হুড়া নিমতলা মোড় পর্যন্ত নির্বাচনী প্রচার সারলেন বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। মিছিল শেষে নিমতলা মোড়ে একটি পথসভার মাধ্যমে তিনি নিজের বক্তব্যে বলেন, “২৫ এপ্রিল পুরুলিয়াতে আসছেন বিরোধী জননেতা শুভেন্দু অধিকারী। আপনারা সেদিন শুনতে পাবেন তৃণমূল কংগ্রেসের দুর্নীতির আরও অজানা কিছু ঘটনা। আপনারা জানেন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ও চাকরি চুরির অভিযোগে ২৬ হাজার এসএসসি শিক্ষকদের চাকরি চলে গেছে। কারণ টাকা দিয়ে অযোগ্য ব্যক্তিদের চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেস। যার ফলস্বরূপ দেখতে পাচ্ছেন আজ ২৬ হাজারেরও বেশি মানুষ বেকার হয়ে পড়েছে। আসলে এদের আসল চোরকে ধরে জেলে পুরতে হবে। আবার এরা নিজের জন্য ভোট ভিক্ষা চাই। নির্লজ্জ একটি দল। “
অন্য দিকে তৃণমূল কংগ্রেসের একটি সূত্র থেকে জানা যায়, ওই ২৫ এপ্রিলই পুরুলিয়াতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও তৃণমূল কংগ্রেসের জনমুখী কর্মসূচি তুলে ধরবেন কর্মী-সমর্থকদের কাছে। কীভাবে লড়াই করতে হবে নির্বাচনে, তাও তিনি স্পষ্ট করেই জানাবেন বলে জানা যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।





Be First to Comment