উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : গড়িয়ায় অভিনব পদ্ধতিতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নরেন্দ্রপুর থানার জলপোল এলাকায় একটি কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা দোকানের ঘুলঘুলির ফ্যান খুলে ছোট্ট ফাঁকা জায়গা দিয়ে ঢুকে ক্যাশ বাক্সের ড্রয়ার ভেঙে টাকা লুট করে এবং নামিদামি স্কুল ও সংস্থার জন্য তৈরি পোশাক নিয়ে পালিয়ে যায়। অনুমান, প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
দোকান মালিক নিমাই মাইতি জানান, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। এই ছোট্ট দোকানই তাঁর সংসার ও চিকিৎসার একমাত্র ভরসা। এর আগে তিনি সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন, এবার দোকানের সর্বস্ব চুরি হয়ে যাওয়ায় তিনি দিশেহারা। চুরি হওয়া পোশাকগুলো স্কুল ও সংস্থার অর্ডার ছিল, যা এখন না দিতে পারায় তাঁর ব্যবসার বড় ক্ষতি হবে।
নিমাই মাইতি নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। চুরির ধরন দেখে পুলিশের অনুমান, এটি একটি পরিকল্পিত চোর চক্রের কাজ। দুষ্কৃতীদের দ্রুত শনাক্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

এই চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। ব্যবসায়ীরা নিরাপত্তা নিয়ে আতঙ্কিত। স্থানীয়রা পুলিশের দ্রুত তদন্ত ও উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।




Be First to Comment