বার্নপুর: শিল্পাঞ্চলের ইস্কো কর্তৃপক্ষ কোম্পানির কর্মীদের সুবিধার জন্য বার্ণপুরে মার্কেট খুলে ছিলেন । এই মার্কেটে সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ জামাকাপড় সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় এবং অপেক্ষাকৃত কম দামে।
বার্নপুর ডেইলি মার্কেট এবং মিনি মার্কেটে জিনিসপত্র কিনতে আসা ক্রেতাদের সুবিধার জন্য কোম্পানি পক্ষ থেকে বিনামূল্যে সাইকেল স্ট্যান্ড ও শৌচাগার বানানো হয়েছে। সব্জী বাজারের পচা বা বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ ফেলার জন্য কোম্পানি থেকে আলাদা জায়গা তৈরী করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে আসানসোল পৌরনিগমের লোক এসে ময়লা নিয়ে যায়।
বার্ণপুরের দুটো মার্কেট পরিস্কারের দায়িত্ব কোম্পানির হলেও দীর্ঘদিন ধরে মার্কেট পরিস্কার না হবার কারণে মার্কেটের ব্যাবসায়ীরা সংঘবদ্ধভাবে কোম্পানির আধিকারিকের সাথে দেখা করে তাদের অসুবিধার কথা জানান। দোকানদারদের বক্তব্য, এলাকা পরিস্কার না হবার কারণে দুর্গন্ধের জন্য গ্রাহক আসতে চাইছে না, এমনকি দোকানদাররা কোনোরকমে ব্যাবসা করছে। দোকানদাররা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিলেন কোম্পানির আধিকারিককের কাছে। কোম্পানির পক্ষ থেকে বাজার এলাকা ও সাইকেল স্ট্যান্ড জায়গা পরিস্কার করা হবে, সেই কথা জানিয়ে দেওয়া হয় ।





Be First to Comment