অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: কুলটি থানার চিনাকুড়িতে শ্যুটআউটের ঘটনায় তোলপাড় ।
সোমবার বেলা পৌনে ১২টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে।
প্রকাশ্য দিবালোকে চিনাকুড়ি এলাকায় একটি বেসরকারি মাইক্রো ফিনান্স সংস্থা অফিসে ঢোকে এক দুষ্কৃতী। তার মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। সে ঢুকেই অফিসের মধ্যে বসে থাকা উমা শংকর চৌহানকে সরাসরি গুলি করে খুন করে।
খবর পাওয়া মাত্র কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে আসে । এরপর গুলিবিদ্ধ উমাশঙ্কর চৌহান ( ৩৫)-কে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন।

ওই অফিসের অন্যান্য কর্মীরা বলেন, এক দুষ্কৃতী এসে উমা শঙ্কর চৌহানকে লক্ষ্য করে পরপর ৪/৫ রাউন্ড গুলি করে। সেই গুলিতেই জখম হয়ে অফিসের মধ্যে লুটিয়ে পড়ে উমাশংকর। পরে তাঁর মৃত্যু হয়।
আরও জানা গেছে, এই ঘটনার কয়েক মিনিট আগে এক যুবক অফিসে এসে একজনের খোঁজ করছিল। কিন্তু ওই নামে অফিসে কেউ নেই তা বলে দেওয়া হলে, ওই যুবক চলে যায়।
তারপরেই মুখ বাঁধা ওই যুবক অফিসে আসে।
ঠিক লোকসভা ভোটের মুখে এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।




Be First to Comment