অনলাইন কোলফিল্ড টাইমস: রাজ্যের মোট ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী/এগিয়ে ২৯টি আসনে। বিজেপি পেতে পারে ১২টি এবং কংগ্রেস ১টি আসন। রাজ্যের দুই বিধানসভা বরানগর এবং ভগবানগোলাতেও তৃণমূলের জয়জয়কার। আসানসোল লোকসভা কেন্দ্রেও বিজেপিকে হারিয়ে জয়ী হল তৃণমুল।
এ বারের ভোট লড়াইয়েও অনেকটাই দূরে থাকল সিপিআইএম। গত ১৩ মে আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচন হলেও গোটা দেশে ১ জুন পর্ব শেষ হয়। আজ অর্থাৎ ৪ জুন ছিল ভোটের ফলাফল। সকাল থেকেই শুরু হয় ভোট গননার কাজ।
আসানসোেল লোকসভা কেন্দ্রের জন্য গণনাকেন্দ্র করা হয়েছিল আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনাপর্ব। শুরুর দিকে বিজেপি এগিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপির বাক্সে ভোট কম, তৃণমূলের বাক্সে ভোটের সংখ্যা বাড়তে থাকে।

শেষ রাউন্ডের পরে ফলাফল আসানসোল লোক সভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া কে ৫৯৫৬৪টি ভোটের ব্যবধানে হারিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা জয় লাভ করেন।
বলে রাখা ভালো, ২০২২ সালের এই কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে ৩ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছিলেন ‘বিহারীবাবু’। এ বার সেই ব্যবধান কমলেও শেষ হাসি হাসলেন তিনিই!



Be First to Comment