Press "Enter" to skip to content

লক্ষ্য আসানসোল লোকসভা নির্বাচন, খ্রিস্টান সম্প্রদায়ের “ক্রস ফেস্টিভ্যালে” মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে প্রার্থী শত্রুঘ্ন সিনহা

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোলে ভোটের দিন যত এগিয়ে আসছে, তত সব রাজনৈতিক দলই জোরদার প্রচার চালাচ্ছে।

রবিবার আসানসোলের রবীন্দ্র ভবনে আসানসোলের কুমারপুরের সায়েরপাড়ার একটি চার্চের তরফে “ক্রস ফেস্টিভ্যাল” নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহসভাধিপতি বিষ্ণুদেব নোনিয়া, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ রকেট চট্টোপাধ্যায়।
এছাড়াও ছিলেন চার্চের ফাদার ও খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, উপনির্বাচনে শুধু আমার জয় হয়নি, সকলেই জয়ী হয়েছিলেন। এবারও তার ব্যতিক্রম হবেনা। ভগবানের আশীর্বাদে আমি সমাজের প্রতিটি স্তরের সমর্থন পাবো এবং আবারও তৃনমুল কংগ্রেস জয়ী হবে বলে তিনি মনে করেন।

এর পাশাপাশি তিনি বলেন, অতীতেও আমি সবসময় খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে ছিলাম, এখনও আছি ও ভবিষ্যতেও থাকবো। আর তাদের কোনও সমস্যা থাকলে তার সমাধান করার চেষ্টা করব।

তিনি বলেন, আমি অত্যন্ত সততার সাথে এবং পরিষ্কার উদ্দেশ্য নিয়ে কাজ করি। তাই আমার পূর্ণ আস্থা আছে যে আমি সমাজের প্রতিটি শ্রেণীর মানুষের আশীর্বাদ পাবো।

একই সঙ্গে এই অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক কেন্দ্র সরকারের সমালোচনা করে বলেন, তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলো, তার একটিও প্রতিশ্রুতি পূরণ হয়নি। তিনি বলেন, নরেন্দ্র মোদী বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী হলে প্রতি বছর ২ কোটি বেকার যুবককে চাকরি দেবেন। কিন্তু তা হয়নি। তিনি বলেছিলেন, কালো টাকা ফেরত আসবে। কিন্তু ২০১৪ সালের তুলনায় গত ১০ বছরে এদেশ থেকে দ্বিগুণ কালো টাকা বিদেশে গেছে।

এর পাশাপাশি মন্ত্রী বলেন, নরেন্দ্র মোদি মূল্যবৃদ্ধি কমানোর কথা বলেছিলেন। কিন্তু আজ তা চরমে।
মলয় ঘটক বলেন, নির্বাচন এলে বিজেপি কোনও কাজ করে না। বিভিন্ন অজুহাতে জনগণকে বিভক্ত করে নির্বাচনে জয়লাভের চেষ্টা করে। তিনি বলেন, এখন মানুষ এটা বুঝতে পেরেছে তাই এবার বিজেপির হার নিশ্চিত।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *