অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির প্রার্থীর কটাক্ষ, পাল্টা কটাক্ষ ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচার।

শনিবার তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, “মোদীকে প্রধানমন্ত্রীর থেকে বেশি নিজের দলের প্রচার করতে বেশি দেখা গেছে, পুরনিগমের নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভার নির্বাচনে প্রচার করতে দেখা গেছে। তিনি প্রধানমন্ত্রী নন, প্রচার মন্ত্রী বলে সবাই জানে। বছরের ৩৬৫ দিন প্রচারের জন্য বিমানে করে প্রচার করলে দেশবাসীর সেবা করতে পারবেন কীভাবে। পারিবারিক তন্ত্র এবং ইলেকটোরাল বন্ড দুর্নীতিতে বিজেপি সরকার প্রথম।”

অন্যদিকে বিজেপির প্রার্থী এসএস আলুওয়ালিয়া বলেন, “যখন মানুষ ডিলিরিয়াম রোগে আক্রান্ত হয় তখন সে যা খুশি বলতে পারে, মোদী প্রচার মন্ত্রী হলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের জন্য মঞ্চের এক কোণ থেকে অন্য কোণে দৌড়ে বেড়ান, যে রকম একজন হকার তাঁর পণ্য বিক্রি করতে বাসের এই মাথা থেকে অন্য মাথা দৌড়ে বেড়ায়। ইলেকটোরাল বন্ড বিল যেদিন লোকসভায় পেশ করা হয়, সেদিন তিনি সাংসদে উপস্থিত থেকে বাধা দেননি এবং ইলেকটোরাল বন্ডের টাকা তৃণমূল কংগ্রেসও পেয়েছে।”





Be First to Comment