Press "Enter" to skip to content

খনি অঞ্চলে তীব্র জল সংকট, লোকসভায় বড় প্রভাব পড়তে পারে ভোট বাক্সে

জল সংকটের চেনা ছবি। প্রতীকী ছবি

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, অন্ডাল (উখরা): সরকার আসে সরকার যায়, ঠিক তেমনি ভোট আসে ভোট যায়, নেতাদের প্রতিশ্রুতি সমস্যার সমাধান হয় না, এখনও হয়নি । ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে ।

প্রতিবছর গ্রীষ্মের গরম পড়তে না পড়তেই জলের সংকট দেখা দেয় খনি অঞ্চলে । ইতিমধ্যে গরম পড়তেই অন্ডালের উখড়ায় সেই জল সংকটের চেনা ছবি। শুরু হয়েছে পানীয় জলের সংকট।

এলাকার বাসিন্দারা পানীয় জলের দাবিতে শনিবার শ্যামসুন্দরপুর কোলিয়ারির মূল প্রবেশদ্বার বন্ধ করে বিক্ষোভ দেখালেন । বিক্ষোভের জেরে আটকে গেল কোলিয়ারির সমস্ত পরিবহণ। এর ফলে এলাকাতে ব্যাপক উত্তেজনা দেখা দেয় ।

বিক্ষোভকারীদের মধ্যে থেকে অনিল বার্নওয়াল অভিযোগ করেন, প্রতিবছরই খনি এলাকার বাসিন্দাদের তীব্র পানীয় জলের সংকটের মুখে পড়তে হয়। একাধিকবার ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের আধিকারিকদের কাছে অভিযোগ জানানোর পরেও আজও কোনও সুরাহা হয়নি ।

এই চৈত্রেই তীব্র পানীয় জলের সমস্যার মুখে পড়তে হয়েছে এলাকার হাজার হাজার বাসিন্দাদের । তারা দ্রুত প্রয়োজনীয় জল সরবরাহের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন । এমন জল সংকটের সমস্যা দীর্ঘদিনের, যার সমাধান ৩৪ বছর বামফ্রন্ট আমলেও হয়নি, ঠিক তেমনি ১২ বছর তৃণমূল আমলেও হয়নি ।

এই বিষয়ে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, অপরিকল্পিতভাবে খনির কাজ হওয়ার জন্য পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছে। পানীয় জল দেওয়ার দায়িত্ব ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের। কিন্তু তা হচ্ছে না বলেই উখড়া পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে এই বিক্ষোভ চলছে। দ্রুত পানীয় জল পরিষেবা স্বাভাবিক করার দাবি তোলেন তিনি।

এ দিকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, দীর্ঘদিনের এই জল সংকটের সমাধান তৃণমূল সরকারের নেতারা করেনি, এই ভোটের সময় তাXরা ব্যাকফুটে পড়েছেন ।

লক্ষণ ঘোড়ুই তীব্র কটাক্ষের সুরে বলেন, পানীয় জল পরিষেবা দেওয়ার দায়িত্ব পঞ্চায়েত প্রধানের, পঞ্চায়েত সমিতির, জেলা পরিষদের। কিন্তু তৃণমূল নেতারা সেই কাজ করতে না পেরে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন । এই লোকসভা নির্বাচনে মানুষ ওদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, সেটা বুঝতে পেরেই অন্যের ঘাড়ে চাপিয়ে বাঁচতে চাইছেন ।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *