উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : বাড়ি থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে গড়িয়ার আদর্শনগরে। দুজনকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, স্বামী তরুণ দাস, বয়স ৪৫ ও স্ত্রী আশা দাস, বয়স ৩৫। দুজনে ৬ মাস ধরে গুরুপদ মন্ডলের বাড়িতে ভাড়া থাকতেন। দুজনেই কাজ করতেন। একটি ছেলে ও একটি মেয়ে আছে। বুধবার দুপুরে কাজ থেকে ফেরেন। তাঁরা হাসিখুশিই ছিলেন। প্রতিবেশীদের সাথে কথাও বলেন। ইয়ার্কি, আড্ডাও মারেন। তারপর হঠাৎই বোনের ছেলে গামছা দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় । স্ত্রী খাটে শোয়ানো অবস্থায় ছিলেন। স্ত্রীর গলায় দাগ, গাল দিয়েও রক্ত বেরিয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্ত্রীকে খুন করে স্বামী আত্মঘাতী হয়েছে।তবে কি কারণে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ।বৃহস্পতিবার মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্তের কাজ শুরু করেছে পুলিশ।





Be First to Comment