চিত্তরঞ্জন : ঝাড়খণ্ডের নিরসায় ১৯ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা। রাস্তার পাশে ডিভাইডারে গাড়ি ধাক্কা মারায় মৃত্যু হল সিএলডব্লিউ বা চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) অফিসের এক সিনিয়র ক্লার্কের।
গুরুতর জখম হয়েছেন তার স্ত্রীও। মৃত সিনিয়র ক্লার্কের রাজেশ তেওয়ারি (৪৫)। মৃত সিনিয়র ক্লার্ক আইএনটিইউসির সদস্য ছিলেন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়।
আইএনটিইউসির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সিং বলেন, সিএলডব্লিউ জিএম অফিসের সিনিয়র ক্লার্ক রাজেশ তেওয়ারি স্ত্রীকে সঙ্গে নিয়ে শনিবার সন্ধ্যায় বিহারের গোপালগঞ্জের বাড়ি থেকে গাড়িতে চিত্তরঞ্জন ফিরছিলেন।

ঝাড়খণ্ডের নিরসায় ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারে। এই ঘটনায় দুজনই গুরুতর জখম হন। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার হয় নিরসার একটি হাসপাতালে। সেখানে চিকিৎসক রাজেশকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
রবিবার সকালে ধানবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সিনিয়র ক্লার্কের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
অন্যদিকে, মৃত সিনিয়র ক্লার্কের স্ত্রীকে এদিন বর্ধমানে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।




Be First to Comment