উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: স্বনির্ভর গোষ্ঠীর লক্ষাধিক টাকা তছরুপ করার অভিযোগে জয়নগর থানার বামুনগাছি এলাকা থেকে ধৃত এক মহিলাকে শনিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।
গত এক মাস আগে জয়নগর-১ ব্লকের বামুনগাছি পঞ্চায়েত এলাকার মা তারা মহিলা স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলার নামে গোষ্ঠীর আরেক মহিলা লক্ষাধিক টাকা তছরুপের অভিযোগ দায়ের করেন জয়নগর থানায়। আর অভিযোগ দায়েরের পরে তাতে গুরুত্ব দিয়ে তদন্তে নেমে জয়নগর থানার পুলিশ শুক্রবার জয়নগর থানার বামুনগাছি এলাকা থেকে কাকলি অধিকারী নামে এক মহিলাকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে।
ধৃতকে শনিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।
Be First to Comment