Press "Enter" to skip to content

‘মুখে বড় বড় বুলি, মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর কিছু নেই বিজেপির’, নিতুরিয়ার ব্রিগেডের প্রস্তুতি সভায় বিস্ফোরক সায়ন্তিকা

সভায় বক্তৃতা করছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ছবি: প্রতিবেদক

প্রবোধ দাস, পুরুলিয়া: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনগর্জন সভার প্রস্তুতি সভা আয়োজিত হল পুরুলিয়া জেলার নিতুরিয়ার সরবড়ি মোড়ে। অভিনেত্রী এবং তৃণমূলনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করার সময় বলেন, “আপনারা সকলেই জানেন আগামী ১০ মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন বিগ্রেড চলো, আর আমরা সকলে মিলে সেই দিদির ডাকা সভাকে জন সমুদ্রে পরিণত করব , এবং মোদীকে দেখিয়ে দেব বাংলার মুখ্যমন্ত্রীর ক্ষমতা।”

সায়ন্তিকা আরও বলেন, “বাংলার খাবে বাংলার করবে আর বাংলার গিয়ে বদনাম করবে দিল্লিতে, এরা নিলজ্জ বেহায়ার দল, যার নাম বিজেপি। আপনারা জানেন কেন্দ্রে এমন একটি সরকার চলছে সেই সরকারের নাম আমরা দিয়েছি জুমলা সরকার, মিথ্যাবাদী সরকার। সামনের লোকসভা নির্বাচন আর তাই তারা নাটকীয় ভাবে দেখবেন আপনাদের এলাকায় ভোট ভিক্ষা করতে আসবেন , তাদের মুখে বড় বড় বুলি, মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর তাদের কাছে কিছুই নেই। আর আমাদের জনদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন।”

সায়ন্তিকার কথায়, “আপনারা প্রশ্ন করবেন যে আপনারা মানুষের জন্য কী করেছেন, আর মা মাটি মানুষের সরকার মানুষের জন্য যা যা করেছে তা তো আপনারা জানেনই। বিজেপির নেতারা বলেন, আমরা না কি গরিব সরকার। হ্যাঁ আমরা গরিব সরকার, কিন্তু আপনাদের মত গরিবের ১০০ দিনের টাকা আটকে রেখে গরিবকে ভাতে মারার চেষ্টা করিনি। উল্টে আমাদের গরিব সরকারই গরিব মানুষের চোখের জল মুছেছে, ১০০ দিনের টাকা তাদের দিয়েছে, মা বোনদের লক্ষী ভাণ্ডারের টাকা বাড়িয়ে দিয়েছে। আর তোমরা কী করেছ, তোমরা শুধু পুঁজিপতিদের কোটি কোটি টাকা লুট করতে সহযোগিতা করেছ। তাই আপনারা এর উপযুক্ত জবাব দেবেন ভোটে।”

এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো ও সন্তোষী দত্ত বাউরী, নিতুড়িয়ায় শ্রমিক সংগঠনের নেতা হরেরাম সিং, নিতুরিয়া ব্লক সভাপতি অমর মাজি, নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি ভূষণপ্রসাদ যাদব, সহ-সভাপতি সুভাষ বাউরী প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি-সহ এলাকার নেতৃত্ব।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *