নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে সরস্বতী পুজোর আয়োজন কিছুটা ভাটা পড়েছে এ বার ৷ মৃৎশিল্পীদের একাংশের অভিমত এমনই ৷ অন্য বার কয়েকদিন আগেই সরস্বতী প্রতিমার বায়না দেওয়া হতো । কিন্তু এ বার ততটা হয়নি | আর এর মূল কারণ হিসেবে মৃৎশিল্পী ও কারিগররা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাকেই দায়ী মনে করছেন ৷
বুধবার বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে শিশু থেকে শুরু করে বড়রা ৷ বিভিন্ন মৃৎশিল্পীদের তৈরি সরস্বতী প্রতিমা পৌঁছে গিয়েছে বাড়ি থেকে বিভিন্ন স্কুল-কলেজে ৷ এই কয়েকদিন চরম ব্যস্ততা ছিল মৃৎ শিল্পীদের ৷ আর এরই মধ্যে বাধ সেধেছে আবহাওয়ার খামখেয়ালিপনা ৷ মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হতেই সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তরা |
মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে পুজোর বাজার করতে হিমশিম খেতে হয়েছে সবাইকে | পাশাপাশি পুজোর সামগ্রীর মূল্য এবার আকাশছোঁয়া | সবকিছুরই দাম এ বার অনেক বেড়ে গেছে |
অন্য দিকে যেখানে এই ফেব্রুয়ারি মাসে রোদ ঝলমলে আকাশ দেখতে সবাই অভ্যস্ত ৷ সেখানে মুখ ভার আকাশের, দেখা মিলেছে বৃষ্টিরও ৷ আর তাতেই বেশ সমস্যায় পড়তে হচ্ছে মৃৎশিল্পীদেরও | মঙ্গলবার শেষলগ্নেও দেখা গিয়েছে, কোথাও কাঁচামাটি রং শুকনো করার চেষ্টা করা হচ্ছে । কোথাওবা চলছে প্রাথমিক সাদা রঙের পলেপ, আবার কোথায় প্রতিমার সাজসজ্জা। সময়ে প্রতিমা তৈরির কাজ শেষ করতে এই ব্যস্ততা মৃৎশিল্পী ও কারিগরদের।
এ বছর একটু দেরি করেই সরস্বতী পুজোর কাজে নেমেছিলেন মৃৎ শিল্পীরা। তার মধ্যে অকাল মেঘ-বৃষ্টিতে মারাত্মক চাপের মুখে পড়তে হয় তাঁদের ৷ পুজোর আগের দিনেও সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে প্রতিমা বিক্রেতা এবং ক্রেতাদেরকে চরম সমস্যায় পড়তে হয়েছে |
Be First to Comment