আসানসোল : বেতন বৃদ্ধি করে ১৫ হাজার টাকা করতে হবে, এই দাবিতে সোমবার সকালে আসানসোল পুরনিগমে সাফাই কর্মীরা বিক্ষোভ দেখালেন।
সাফাই কর্মীদের এই বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে যায় আসানসোল পুরনিগম। বেতন বৃদ্ধির পাশাপাশি আইকার্ড বা পরিচয় পত্র, পিএফ বা প্রভিডেন্ট ফান্ড ও ইএসআইয়ের সুবিধা দেওয়ার দাবি ছিল পুরনিগমের সাফাই কর্মীদের ।
বিক্ষোভকারীদের সঙ্গে দফার দফায় কথা বলেন পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও সাফাই বিভাগের মেয়র পারিষদ মানস দাস। পুর চেয়ারম্যান ও মেয়র পারিষদ ছাড়াও মেয়র বিধান উপাধ্যায় বেতন বৃদ্ধি সহ অন্য দাবি গুলি নিয়ে সাফাই কর্মীদের সঙ্গে আলোচনা করেন। মেয়র সব দাবিগুলো নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে, ঘন্টা কয়েক পরে সাফাই কর্মীরা তাদের বিক্ষোভ এদিনের মতো তুলে নেন।
জানা গেছে, মঙ্গলবার সাফাই কর্মীদের তরফে চারজনের এক প্রতিনিধি দল তাদের দাবি নিয়ে পুর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন। এদিনের বিক্ষোভ নিয়ে সাফাই কর্মীদের তরফে অরুণ বাউরি বলেন, “দৈনিক মজুরির ভিত্তিতে এখন আসানসোল পুরনিগমের সাফাই কর্মীরা মাসে ৯ হাজার টাকার মতো বেতন পান । যা সংসার চালানোর জন্য খুবই কম। আমাদের সেই বেতন বৃদ্ধি করে ১৫ হাজার টাকা করতে হবে। সাফাই কর্মীদের কোনও আইকার্ড বা পরিচয় পত্র নেই। অবিলম্বে সেই আই কার্ডের ব্যবস্থা করতে হবে। চালু করতে হবে পিএফ ও ইএস আই। তিনি আরো বলেন, সাফাইয়ের কাজ করলেও, আমরা কোনও সুযোগ সুবিধা পাইনা। মেয়র আমাদেরকে দাবি নিয়ে ভাবনা চিন্তা করার আশ্বাস দিয়েছেন। পুর চেয়ারম্যান বলেছেন আগামী ২১ নভেম্বরের মধ্যে কিছু একটা করা হবে। তার আগে মঙ্গলবার আমাদের চারজনের সঙ্গে দাবি দাওয়া নিয়ে পুর চেয়ারম্যান আলোচনা করবেন বলে জানিয়েছেন।”
সাফাই কর্মীদের এই বিক্ষোভ বেশ কিছুক্ষণ চলার পরে আলোচনা করে পরিস্থিতি সামাল দেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও মেয়র পারিষদ মানস দাস ।
এ বিষয়ে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন, সাফাই কর্মীরা সারাদিন কাজ করেন। পুর এলাকা পরিচ্ছন্ন করেন। তাদের কিছু দাবি দাওয়া আছে। আগেও বেতন কিছুটা বাড়ানো হয়েছিল। তারা আবার বেতন বৃদ্ধির দাবি করেছে। এর পাশাপাশি তারা আইকার্ড সহ বেশ কিছু দাবি করেছেন। সেগুলো দেখা হচ্ছে। আলোচনায় বসা হবে। পুরনিগমের তরফে যতটা করা যায়, ততটা করা হবে।
তবে আন্দোলনকারীরা এদিন পরে বলেন, আলোচনায় সমস্যার সমাধান না হলে পরবর্তী সময়ে সবার সঙ্গে কথা বলে পরবর্তী আন্দোলনের রুপরেখা ঠিক করা হবে।
Be First to Comment