অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: দুর্গাপুরের বিধাননগরে এটিএম লুট হওয়ার আগেই দুষ্কৃতীদের ছক বানচাল করে দিল সাফাই কর্মী ।
বৃস্পতিবার সকালে সাফাই করতে আসা এক কর্মী দেখতে পান, দুইজন যুবক এটিএম মেশিন খোলার চেষ্টা করছে। সেই সময় সাফাই কর্মী জিজ্ঞাসা করতেই একজন দুষ্কৃতী তাঁকে ঠেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু ধরা পড়ে যায় অপরজন।
খবর পেয়ে পুলিশ এসে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। তারপর সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ গ্রেফতার করতে সমর্থ হয় অপর দুষ্কৃতীকে ।

পুলিশ সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার বেলা ১০টা নাগাদ ঘটনাটি ঘটে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির অন্তর্গত ডিডিএ মার্কেটে।
পুলিশ জানায়, ডিডিএ মার্কেটে একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম রয়েছে। সেই এটিএমের সামনে বাইক রেখে দুই যুবক এটিএমের ভিতরে ঢোকে। তখন এটিএমের নিরাপত্তা রক্ষী এটিএমের বাইরে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু সাফাইকর্মী এটিএমের ভেতর সাফাই করতে ঢুকেই দেখতে পান, দুই দুষ্কৃতী হাতে যন্ত্রপাতি নিয়ে এটিএম খোলার চেষ্টা করছে। তাই দেখে সাফাই কর্মী চিৎকার করে ওঠেন, সেই চিৎকারে ছুটে আসেন নিরাপত্তারক্ষী এবং ডিডিএ মার্কেটের লোকজন। তাঁরা একজন ধরে ফেলেন। পুলিশ এসে সিসি ক্যামেরা দেখে অপর মার্কেট থেকেই গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, এই দুষ্কৃতীরা ভিন রাজ্যের হতে পারে । তবে তদন্ত করে দেখা হবে এই চক্রের পেছনে আর কে বা কারা জড়িত। অভিজাত এলাকা বিধাননগরের এমন ঘটনা দেখে স্থানীয়রা আতঙ্কিত।




Be First to Comment