বিজেপি যুব মোর্চার রাস্তা অবরোধ। নিজস্ব ছবি
নিজস্ব সংবাদদাতা , জামুড়িয়া: সন্দেশখালিতে মহিলাদের উপরে অত্যাচারের প্রতিবাদে সোমবার দুপুরে আসানসোল সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার ডাকে জামুড়িয়া পেট্রোল পাম্পের সামনে রাস্তা অবরোধ করা হয়।
রাস্তায় বসে বিজেপি যুব মোর্চার নেতা ও কর্মীরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি টায়ার জ্বালানো হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।
আন্দোলনের নেতৃত্বে থাকা বিজেপি আসানসোল সাংগঠনিক জেলার সম্পাদক তথা যুব মোর্চার ইনচার্জ অভিজিৎ রায় বলেন, “আমাদের এই প্রতিবাদ আন্দোলন আরও বৃহত্তর হবে। যদি না, সব অভিযুক্তদের বিশেষ করে শাজাহানকে গ্রেফতার করে কঠিন সাজা দেওয়া হয়।”
অন্যদের মধ্যে ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি বাবন মণ্ডল ও দুই সাধারণ সম্পাদক অনিরুদ্ধ চক্রবর্তী এবং অভীক মণ্ডল।
বিজেপির এই অবরোধ বিক্ষোভের কারণে জামুড়িয়া পেট্রোল পাম্পের সামনের রাস্তায় গাড়ি চলাচল ব্যাহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
Be First to Comment