Online কোলফিল্ড টাইমস ডেস্ক: সন্দেশখালির ঘটনা নিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি বিরোধী দল বিজেপি-র। রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে রবিবার পথে নামল বিজেপি এবং দলের সহযোগী সংগঠনগুলি।
গত কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিল সেখানকার মানুষ। যা নিয়ে রণক্ষেত্রের আকার ধারণ করেছিল এলাকা। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। সেই ইস্যুতেই রবিবার কলকাতা-সহ জেলায় জেলায় বিক্ষোভ দেখাল বিরোধী দল।
আসানসোলে জিটি রোড অবরোধ বিজেপি যুব মোর্চার, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: সন্দেশখালি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অত্যাচার চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী ও তাদের মদতপুষ্ট দুষ্কৃতীরা ।এই অভিযোগেই রবিবার সকালে আসানসোলের উষাগ্রাম জিটি রোডে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে বিক্ষোভ আন্দোলন হয়। এই আন্দোলনকে কেন্দ্র করে গোটা এলাকায় ধুন্ধুমার কাণ্ড ঘটে।
গোটা আন্দোলনে উপস্থিত থেকে নেতৃত্ব দেন আসানসোল জেলা যুব মোর্চার সভাপতি বাবন মণ্ডল, আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় , জেলা সম্পাদক অভিজিৎ রায় ও সাধারণ সম্পাদক তাপস রায়। ছিলেন বিজেপির অন্যান্য নেতা ও কর্মীরা।
এ দিন সকালে বিজেপির নেতা ও কর্মীরা উষাগ্রামে জিটি রোডে বসে স্লোগান দিতে থাকেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। আসানসোল দক্ষিণ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় । পুলিশ কর্মীরা বিক্ষোভ অবরোধ করা বিজেপি যুব মোর্চা ও বিজেপির নেতা, কর্মীদের তুলে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে। যা নিয়ে পুলিশের সঙ্গে বিজেপির নেতা ও কর্মীদের বচসা ও ধস্তাধস্তি বেধে যায়। বেশ কিছুক্ষণ পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা গিয়েছে, দুর্গাপুরে, পূর্ব বর্ধমানে, বাঁকুড়াতে একই ভাবে বিক্ষোভ আন্দোলন চালাচ্ছে বিজেপির নেতা কর্মী সমর্থকরা। বিজেপি নেতৃত্ব জানান, গোটা রাজ্যে মহিলাদের কোনো নিরাপত্তা নেই। অথচ রাজ্য সরকার নীরব । আগামী দিনে বিজেপি আরো বৃহত্তর আন্দোলন চালিয়ে যাবে।
ঝাড়গ্রামে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: সন্দেশখালির ঘটনার প্রতিবাদে ঝাড়গ্রামে বিজেপির প্রতিবাদ মিছিল। সন্দেশখালি-সহ রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ ও খুনের প্রতিবাদে রবিবার দুপুরে ঝাড়গ্রাম জেলা বিজেপির মহিলা ও যুব মোর্চার পক্ষ থেকে হল ঝাড়গ্রাম থানা ঘেরাও কর্মসূচি।
এ দিন ঝাড়গ্রাম জেলা বিজেপির কার্যালয় থেকে মিছিল শুরু করে থানা ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন ঝাড়গ্রাম জেলা বিজেপির মহিলা মোর্চার নেতৃত্ব। রবিবার কয়েকশো বিজেপি মহিলা মোর্চার কর্মীরা থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। বেশ কিছু কিছুক্ষণ ধরে ঝাড়গ্রাম থানার সামনে বিক্ষোভ করেন মহিলা মোর্চার কর্মীরা। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সম্পাদিকা শুভ্রা ভট্টাচার্য-সহ অন্যান্য নেতৃত্ব।
পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানায় বিক্ষোভ বিজেপির
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: সন্দেশখালিতে নারী নির্যাতনের প্রতিবাদে পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানায় বিক্ষোভ দেখাল বিজেপি। সন্দেশখালিতে নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবি-সহ নারীদের সুরক্ষার দাবি তুলে রবিবার রঘুনাথপুরে একটি প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে রঘুনাথপুর থানায় বিক্ষোভ দেখান বিজেপির নেতা ও কর্মীরা। একই সঙ্গে সন্দেশখালিতে নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবি-সহ রঘুনাথপুর থানায় একটি ডেপুটেশন জমা দেন বিজেপির নেতা ও কর্মীরা।
বিক্ষোভ কর্মসূচিতে সামিল হওয়া বিজেপির নেতৃত্ব এ দিন বলেন, সন্দেশখালিতে যে ভাবে নারীদের উপর নির্যাতন চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতারা, তা সারা বাংলার লজ্জা। তাই সন্দেশখালিতে নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবি-সহ সেখানকার নারীদের সুরক্ষার দাবি তুলে রঘুনাথপুর থানায় ডেপুটেশন দেওয়া হল। দোষীদের গ্রেফতার না করা হলে আগামী দিনে সারা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি।
Be First to Comment