কোলফিল্ড টাইমস সংবাদদাতা: জলপাইগুড়ি সদর ব্লকে ফের মাথাচাড়া দিচ্ছে বালি পাচার চক্র। যমুনা নদী থেকে বেআইনিভাবে বালি তুলতে গিয়ে ধরা পড়ল এক পাচারকারী। ধৃতের নাম ওয়াজেদ আলি। পুলিশ জানিয়েছে, সরকার পাড়া সংলগ্ন যমুনা নদী থেকে ট্র্যাক্টর-সহ বালি তোলার সময় তাঁকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই ওই নদী থেকে অবৈধভাবে বালি তোলার ঘটনা ঘটছে। মাঝখানে কয়েকদিন টানা বৃষ্টির জেরে পাচারের কাজ বন্ধ ছিল। তবে বৃষ্টি থামতেই ফের সক্রিয় হয়েছে বালি মাফিয়ারা। পুলিশি নজরদারি সত্ত্বেও পাচার বন্ধ করা যাচ্ছে না বলে অভিযোগ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের হদিস পাওয়ার চেষ্টা করছে পুলিশ।



Be First to Comment