রূপনারায়ণপুর : উপরে চালের বস্তা, আর নিচে থরে থরে সাজানো আলুর বস্তা, এভাবেই ট্রাক ভর্তি করে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে পাচারের চেষ্টা রুখে দিল রূপনারায়ণপুর পুলিশ।
গতকাল বাংলা ঝাড়খন্ড সীমান্ত থেকে পাঁচটি আলু ভর্তি ট্রাক ঘুরিয়ে দেওয়ার পর আজও দুটি ট্রাক ধরা পড়ে রূপনারায়ণপুর সীমান্তে। আলু পচনশীল দ্রব্য হওয়ায় ট্রাকগুলিকে আটকে না রেখে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তবে এই আলু পাচারের সঙ্গে সালানপুর থানা এলাকার বিভিন্ন অংশের দালালেরা যুক্ত বলে জানা যাচ্ছে।

ট্রাক চালকদের কাছ থেকে যেসব ফোন নম্বর পুলিশ উদ্ধার করেছে সেগুলি থেকে তারা জানতে পারছেন যে, এইসব দালাল চক্র ছড়িয়ে আছে খুদিকা, জোড়বাড়ি, বৃন্দাবনী ইত্যাদি এলাকায়।
এদেরই নির্দেশ মত বর্ধমান হুগলি ইত্যাদি জায়গা থেকে আলু বোঝাই ট্রাক রূপনারায়ণপুর আল্লাডি ইত্যাদি অঞ্চলে এসে দাঁড়াচ্ছে। এবং সুযোগ পেলেই পুলিশের নজর এড়িয়ে ঝাড়খন্ডে পাচারের চেষ্টা করছে। তবে রূপনারায়ণপুর চেকপোস্ট এবং পুলিশের নাকা চেকিং এড়াবার জন্য তারা হিন্দুস্তান কেবলসের রাস্তা হয়ে হাসিপাহাড়ির মাঠ পার করে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার চেষ্টা করে বলে জানা গেছে। বিষয়টি আঁচ করেই রূপনারায়ণপুর পুলিশ আল্লাডি মোড়ের আগে থেকেই বিভিন্ন জায়গায় টহলদারি এবং বিশেষ নাকা চেকিংয়ের ব্যবস্থাকে আরও কড়া করেছে। এর ফলেই আটকে যাচ্ছে চৌরঙ্গী মোড় থেকে আসানসোল-চিত্তরঞ্জন রোড ধরে ঝাড়খণ্ডের দিকে আলু পাচারকারী ট্রাকগুলি।
কিছু চালাক ট্রাক চালক চিত্তরঞ্জন শহরে আলু নিয়ে যাওয়ার কথা বলে সেগুলিকে চিত্তরঞ্জনে না ঢুকিয়ে ঘুরপথে ঝাড়খন্ডে নিয়ে যেতে পারে বলে পুলিশ জানতে পারার পরেই এসকর্ট করে চিত্তরঞ্জন শহরে নির্দিষ্ট ট্রাকগুলিকে ঢুকিয়ে দিচ্ছে। তবে বেপরোয়া দালালেরা ট্রাক ছাড়াও পিকআপ ভ্যান, ডিসিএম ছোট গাড়ি এমনকি ট্রাক্টারে চাপিয়েও সীমান্ত এলাকা থেকে ঝাড়খন্ডে আলু পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। অধিকাংশ ক্ষেত্রেই ট্রাকের সঙ্গে যে চালান থাকছে তা ভুয়ো বলে পুলিশ জানতে পেরেছে।
এর আগে ডুবুরডিহি চেকপোস্ট দিয়ে আলু পাচারের চেষ্টা পুলিশ রুখে দেওয়ার পর নতুন রুট হিসেবে রূপনারায়ণপুরকে ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে দালালেরা, কিন্তু সজাগ সালানপুর রূপনারায়ণপুর পুলিশ সরকারি নির্দেশ মেনে কোনও ভাবেই এ রাজ্য থেকে ঝাড়খণ্ডের দিকে আলু পাচার করতে দেবে না বলে জানিয়েছে।




Be First to Comment