Press "Enter" to skip to content

ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই পুরুলিয়ার বেশ কিছু এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

বেশ কিছু এলাকা রুট মার্চ। নিজস্ব ছবি

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, পুরুলিয়া: নির্বাচনের দিনক্ষণ না ঘোষণা হলেও রাজ্যের সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।

পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় পুরুলিয়া জেলা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে এলাকা পরিদর্শন ও ভোটারদের সঙ্গে কথা বলা শুরু করেছে এই রুট মার্চ টিম।

জানা যায়, পুরুলিয়া জেলার বলরামপুর থানা এলাকার নামষোল, নিমটাড়, তিলাই-সহ বেশ কিছু এলাকা রুট মার্চ করা হয়। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “এখনও পর্যন্ত তিন কোম্পানির কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। আমরা তাদের নিয়ে জেলার বিভিন্ন থানা এলাকায় পরিদর্শন ও ভোটারদের সঙ্গে কথা বলে ভোটারদের মনোবল বাড়ানোর চেষ্টা করছি। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এই রুট মার্চ চলছে।”

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *