আসানসোল : গরিব এবং দুঃস্থ রোগীদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্যে এগিয়ে এল রোটারি ক্লাব অফ আসানসোল।
বুধবার রোটারি ক্লাব অফ আসানসোলের পক্ষ থেকে আসানসোলের এথোড়ায় রামকৃষ্ণ পূর্ণানন্দ সেবা আশ্রমকে দেওয়া হল একটি অ্যাম্বুলেন্স। ছিলেন সমাজসেবী তথা ব্যবসায়ী শচীন রায় সহ অন্যরা।
এই প্রসঙ্গে রোটারি ক্লাব তরফে বলা হয়, গরিব ও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা যাতে অসুস্থ অবস্থায় কোনো সমস্যায় না পড়ে, তারজন্য সবরকম সাহায্য করা হবে ।





Be First to Comment