অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, রূপনারায়ণপুর : ডাকাতির পরিকল্পনা বানচাল করে দিয়ে পাঁচ সশস্ত্র দুষ্কৃতিকে গ্রেফতার করল আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ।
বুধবার রাতে সালানপুর থানার চিতলডাঙ্গা-ধানগুড়ি রাস্তার পাশে গ্রামের কাছে খোলা জায়গায় থেকে গোপন সূত্রে খবর পেয়ে এই পা়ঁচজনকে গ্রেফতার করা হয়। রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ধৃতদের কাছ থেকে একটি দেশি পাইপগান, কাঠের ব্যাট, ২ রাউন্ড ৪ এমএম কার্তুজ, একটি লোহার রড ,একটি ভোজালি, দড়ি। একই সঙ্গে ধৃতদের কাছ থেকে সাদা রঙের চার চাকার মাহিন্দ্রা বোলেরো একটি পিক-আপ গাড়ি আটক করা হয়েছে। ধৃতদেরকে বৃহস্পতিবার আসানসোল জেলা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত করছে রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ৭/৮ জনের একটি দুষ্কৃতী দল বুধবার রাতে ডাকাতির ছক কষে সশস্ত্র অবস্থায় সালানপুরের ধানগুড়ি গ্রামের কাছে রাস্তার পাশের এক ফাঁকা মাঠে জড়ো হয়েছিল।

সেই খবর গোপন সূত্রে পেয়ে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিস সেখানে পৌঁছায়। পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই দুষ্কৃতীরা । অন্ধকারের সুযোগ নিয়ে ২/৩ জন যুবক পালিয়ে গেলেও ৫ জনকে গ্রেফতার করা হয়।
ধৃতদেরকে তল্লাশি করতেই তাদের কাছ থেকে মেলে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, লোহার রড ও অন্য জিনিস ।




Be First to Comment