হুড়া ব্লকের দুটি ঢালাই রাস্তার নির্মাণ কাজের সূচনা। ছবি: প্রতিবেদক
শান্তনু দাস,পুরুলিয়া: পুরুলিয়া জেলার হুড়া ব্লক এলাকার আদিবাসী অধ্যুষিত গ্রামের মানুষজনদের দীর্ঘদিনের দাবি পূরণে এ বার এগিয়ে এল রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগ। হুড়া ব্লক এলাকায় দুটি ঢালাই রাস্তার নির্মাণ কাজের সূচনা হল।
হুড়া ব্লকের চাটুমাদার অঞ্চলের সিদাটার থেকে চাটুমাদার পাকা রোড পর্যন্ত ও জবররা অঞ্চলের দুমকাডি মোড় থেকে মোরজঙ্গলপুর গ্রাম পর্যন্ত দুটি ঢালাই রাস্তার নির্মাণ কাজ শুরু হল বুধবার থেকে।
আদিবাসী উন্নয়ন বিভাগের আর্থিক বরাদ্দে এ দিন আনুষ্ঠানিক ভাবে যে দু’টি ঢালাই রাস্তার নির্মাণ কাজের সূচনা করেন হুড়া ব্লকের বিডিও আরিকুল ইসলাম ও হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দিপালী মাহাতো। যেখানে উপস্থিত ছিলেন হুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অরুণকুমার পতি ও পঞ্চায়েত সমিতির সদস্য সুভাষ মাহাতো।
হুড়া ব্লকের বিডিও আরিকুল ইসলাম বলেন, গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মাথায় রেখে হুড়া ব্লক এলাকার বিভিন্ন গ্রামে বেহাল অবস্থায় থাকা মোট ১২টি রাস্তা নির্মাণ কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। যার মধ্যে এখনও পর্যন্ত মোট ৮টি ঢালাই রাস্তার নির্মাণ শুরু করা হয়েছে। বাকি রাস্তাগুলোর নির্মাণ কাজ খুব তাড়াতাড়ি শুরু করা হবে।
Be First to Comment