উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : মদের নেশা সর্বনাশা।আর গ্রামে এখন একাধিক জায়গায় মদের দোকান খোলা হচছে রাজনৈতিক ও প্রশাসনের সহায়তায়।আর তাই এগুলো বন্ধ করতে তৎপর গ্রাম বাসীরা।
শুক্রবার রায়দীঘি বিধানসভার রাধাকান্তপুর অঞ্চল মদ বিরোধী নাগরিক কমিটির উদ্যোগে রাধাকান্তপুর অঞ্চলে সমস্থ মদের দোকান বন্ধের দাবিতে নলপুকুর মোড়ে রাস্তা অবরোধ,প্রতিবাদ ও বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে অংশ নেন বহু মহিলারা।পরে রায়দীঘি থানার পুলিশ প্রশাসন গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলে অবরোধ তোলেন।
তবে এ দিন আন্দোলনকারীরা জানান, অবিলম্বে এই এলাকায় মদের দোকান বন্ধ না হলে আগামীদিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো।





Be First to Comment