অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা : আসানসোল শহর সহ গোটা মহকুমা জুড়েই প্রায় দিনই ঘটছে ছোট-বড় পথ দুর্ঘটনা। কোনো পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটছে, আবার কেউবা আহত হচ্ছেন। গত সাতদিনে কেবলমাত্র বারাবনি এবং আসানসোলে পরপর ৪ টি পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। একাধিকজন আহত হয়েছেন এইসব পথ দূর্ঘটনায়।
এরই প্রতিবাদে ও পথ দূর্ঘটনা ঠেকাতে ট্রাফিক ব্যবস্থার উন্নতিতে একাধিক দাবিতে শনিবার সকাল ১১ টা থেকে আসানসোলের ১৯ নং জাতীয় সড়কের জুবিলী মোড় থেকে বারাবনির রুনাকুড়াঘাট যাওয়ার আন্তঃরাজ্য সড়কে নুনি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতা ও কর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষেরা।
এই প্রসঙ্গে বিজেপি নেতা অরিজিৎ রায় বলেন, গত কয়েকদিনে আসানসোল মহকুমায় অন্তত দশটি পথ দুর্ঘটনা ঘটেছে। সেইসব ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জনেরও বেশি।

শুক্রবার আসানসোলের কালিপাহাড়ি মোড়ে সকালে ও সন্ধ্যায় দুটি পথ দুর্ঘটনা ঘটেছে। সেই দুটি ঘটনায় একজন মারা গেছেন ও দুজন আহত হয়েছে। শুক্রবারই বারাবনিতে মিনিবাস এবং মোটরবাইকের সংঘর্ষে একজন মারা গেছেন ও দুজন আহত হয়েছেন।
তিনি আরো বলেন, কুলটি থানার চৌরঙ্গী মোড়ে দুর্ঘটনায় আহত হয় একজন। এর প্রতিবাদে ১৯ নং জাতীয় সড়ক অবরোধ করা হয়। সালানপুর থানা এলাকায় পরপর দুটি দুর্ঘটনায় চার জন আহত হন। রানিগঞ্জ থানার রানীসায়ের ও জামুড়িয়া থানার চাঁদা মোড়ের সার্ভিস রোডে একাধিক দুর্ঘটনা ঘটছে। তার মধ্যে সম্প্রতি হওয়া একটি ঘটনায় মারা গেছেন একজন। সারা শিল্পাঞ্চল জুড়ে প্রতিদিন নিত্যযাত্রীদের পথ দুর্ঘটনায় শিকার হতে হচ্ছে। ট্রাফিক ব্যবস্থা বলে কিছু নেই। আসানসোল জুবিলি মোড় থেকে বারাবনির রুনাকুড়াঘাট যাওয়ার ব্যস্ততম এই রাস্তায় ভারী যান চলাচল বেপরোয়া ভাবে বেড়েছে।
তার উপর লাইসেন্স ছাড়া অনেকেই ডাম্পার চালাচ্ছেন। তেমনই একটি ডাম্পার চালককে এদিন রাস্তা অবরোধের সময় আমরা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি। এছাড়াও ওভার লোডিং বেড়ে গেছে। ট্রাক্টর কিংবা ডাম্পারে কম বয়সীরা চালাচ্ছেন বলে অভিযোগ। ডাম্পার বা ট্রাকে চালক থাকলেও খালাসি থাকছে না। ফলে উল্টো দিকের রাস্তা চালকেরা দেখতে পাচ্ছে না। সব জায়গায় ট্রাফিক পুলিশ থাকছে না। সিভিক ভলেন্টিয়াররা থাকলেও তাদের প্রকৃত অভিজ্ঞতা বা দক্ষতা না থাকায় সমস্যা হচ্ছে। দিন কয়েক আগে চৌরঙ্গীর জাতীয় সড়কের পাশে একটি পথ দুর্ঘটনার সময় সিভিক ভলেন্টিয়াররা গাড়ি দাঁড় করিয়ে টাকা তোলা নিয়ে অভিযোগ করে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় মানুষজনেরা। এইসব কারণে আমরা আসানসোল উত্তর থানার নুনি মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাই। প্রায় এক ঘন্টা এই রাস্তা অবরোধ চলে।
বিজেপি নেতার দাবি, গুরুত্বপূর্ণ এইসব রাস্তায় সিসিটিভি লাগাতে হবে। রাস্তা অবরোধের খবর পেয়ে আসানসোল উত্তর ট্রাফিক গার্ড পুলিশ এলাকায় আসে। পুলিশ সেই রাস্তা অবরোধ তুলতে গেলে বিজেপির নেতা ও কর্মী- সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়। আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের ওসি আশরাফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান।
তিনি বলেন, মাত্র দুদিন আগেই এই এলাকায় মানুষকে ট্রাফিক ব্যবস্থা নিয়ে সচেতন করতে প্রচার চালিয়েছি। ড্রাইভিং লাইসেন্স না থাকা একজন গাড়ি চালককে কেস দেওয়া হয়েছে। নতুন আইনে খালাসি না থাকলেও পুলিশ কিছু করতে পারেনা। বাকি বিষয়গুলিও দেখা হবে। এরপরই বিজেপি নেতৃত্ব রাস্তা অবরোধ বিক্ষোভ তুলে নেন।




Be First to Comment