অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক চালকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার জুবিলি মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে।
দূর্গাপুরের ভিড়িঙ্গির বাসিন্দা মৃত মোটরবাইক চালকের নাম ছটু সিং (৩৭)। শনিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে বাইক চালকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ১৯ নং জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিলেন দূর্গাপুরের ভিড়িঙ্গির বাসিন্দা ছটু সিং। আসানসোল উত্তর থানার জুবিলি মোড়ের কাছে একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। আহত মোটরবাইক চালককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।




Be First to Comment