অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, রানিগঞ্জ : ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক চালকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে আসানসোলের রানিগঞ্জ থানার পাঞ্জাবিমোড়ে ১৯ নং জাতীয় সড়কে।
রানিগঞ্জ থানার রামবাগানের বাসিন্দা মৃত মোটরবাইক চালকের নাম প্রকাশ যাদব (৪১)। শুক্রবার সকালে আসানসোল জেলা হাসপাতালে মোটরবাইক চালকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে প্রকাশ যাদব মোটরবাইক করে রানিগঞ্জে বাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় পাঞ্জাবি মোড়ে ১৯ নং জাতীয় সড়কে একটি ডাম্পার তাকে ধাক্কা মারে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে আহত অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।



Be First to Comment