অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। আসানসোলের কুলটি থানার কল্যাণেশ্বরী রাস্তায় বুধবার সকালে হওয়া এই পথ দুর্ঘটনায় মৃত্যু হল মোটরবাইক চালক এক যুবকের।
একটি বাসের চাকার তলায় চাপা পড়ে মৃত্যু হয় ওই যুবকের। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম মহম্মদ ওয়ারিস শেখ (১৮)। মৃত যুবকের আসল বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে। তিনি মাইথনের লেফ্ট ব্যাঙ্ক এলাকায় একটি কোয়ার্টারে ভাড়া থাকতেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। আরও জানা গেছে, মৃত যুবক ১৯ নম্বর জাতীয় সড়কে ডুবুরডিহি পার্কিংয়ে একটি চায়ের দোকানে কাজ করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে , অন্যদিনের মতো বুধবার সকালে মহম্মদ ওয়ারিস শেখ বাড়ি থেকে মোটরবাইক করে ডুবুরডিহিতে দোকানে যাচ্ছিলেন। কিন্তু কল্যাণেশ্বরী রাস্তার শিশু বাগান এলাকায় মোটর তাঁর মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এর ফলে ওয়ারিস রাস্তায় মোটরবাইক-সহ ছিটকে পড়েন। আর সেই সময় পিছন দিক থেকে ঝাড়খণ্ড নম্বরের একটি বাস আসছিল।
সামনে চালক-সহ মোটরবাইক পড়ে যাওয়ায় বাস চালক নিয়ন্ত্রণ সামলাতে পারেননি। বাসটি ওয়ারিসের উপরে চেপে যায়। তাতে বাসের চাকায় পিষ্ট হয়ে যান ওই যুবক। সেই ঘটনা দেখতে পেয়ে স্থানীয় মানুষেরা কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়িতে খবর দেন। সঙ্গে সঙ্গে পুলিশ এসে গুরুতর জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন ।
পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি আটক করলেও, বাসের চালক ও খালাসি পালিয়ে যান । পুলিশ জানায়, বাসের মালিকের খোঁজ করা হচ্ছে। মৃত যুবকের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
Be First to Comment