আসানসোল: কলকাতার আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে নির্মমভাবে খুন ও ধর্ষণের ঘটনায় সারা বিশ্ব তোলপাড় হয়ে গেছে দোষীদের বিচারের দাবিতে ।
শুধু পশ্চিম বাংলা নয় গোটা দেশের সাথে গোটা বিশ্ব এমন নারকীয় ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।
মামলা সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে তবু এখনো বিভিন্ন জায়গায় বিক্ষোভ থামেনি। রবিবার আসানসোলের ইস্টার্ন রেলওয়ে স্কুলের প্রাক্তনীরা রেলওয়ে স্কুল থেকে হটন রোড হয়ে বিএনআর হয়ে ভগৎ সিং মোড়ে গিয়ে বিচারের দাবিতে পদযাত্রা শেষ হয়।

স্কুলের প্রাক্তনীদের দাবি, কলকাতার আর জি কর হাসপাতালের মহিলা চিকিৎসক অভয়ার হত্যার মামলা সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে তাঁদের দাবি অবিলম্বে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে এবং বিচার তরান্বিত করতে হবে।




Be First to Comment