Press "Enter" to skip to content

আসানসোল কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, সম্মতি রাজ্যপালের

আসানসোল: শেষ পর্যন্ত পদত্যাগ করলেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি উপাচার্যের পদ থেকে পদত্যাগ করার জন্য চিঠি লিখেছিলেন রাজ্যপাল তথা আচার্য ড. সিভি আনন্দ বোসের কাছে। তাঁর সেই পদত্যাগও গৃহীত হয়েছে বলে এদিন সন্ধ্যায় ড. দেবাশিস বন্দ্যোপাধ্যায় ফোনে নিজেই জানিয়েছেন।

দেবাশিসবাবু বলেন, “ওড়িশার একটি বিশ্ববিদ্যালয় থেকে ভালো একটা অফার পেয়েছি। তাই এখানকার দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। আশা করেছিলাম বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে আরো ভালো কাজ করতে পারব। কিন্তু তা করে উঠতে পারলাম না। আসানসোলের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। যে তাঁরা আমার পাশে ছিলেন। যে কাজটা আমি এখানে থেকে করে উঠতে পারিনি, আশা করছি ওড়িশায় তা করতে পারব”।

উল্লেখ্য, এক মাসেরও বেশি সময় ধরে আসানসোলের কাজি বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছে। গত ৯ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে আইনি খরচে শ্বেতপত্র প্রকাশের দাবিতে আন্দোলন শুরু করে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপি বা তৃণমূল ছাত্র পরিষদ। সেই আন্দোলন এখনও চলছে। এই আন্দোলন চলার মাঝে দুবার উপাচার্য বিশ্ববিদ্যালয়ে আসেন। দুবারই তাঁকে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত টিএমসিপির কর্মী ও সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয়। দুদিনই তিনি বিশ্ববিদ্যালয় ছেড়ে আসতে বাধ্য হন। তারপর এতদিন বাড়ি থেকে কাজ করছিলেন। মাঝে তিনি একবার উপাচার্যের পদ থেকে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছিলেন এবার শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করলেন। অনেকে মনে করছেন, রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠনের আন্দোলনের চাপে তিনি পদত্যাগ করলেন।

এদিকে, তাঁর পদত্যাগ নিয়ে টিএমসিপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায় বলেন, “শুনেছি উপাচার্য তাঁর পদ চলে গেছেন। কিন্তু আমরা চেয়েছিলাম উনি তাঁর সময়ে বিশ্ববিদ্যালয়ের ফান্ড টাকা থেকে আইনী খাতে যা, খরচ হয়েছে, তার হিসাব দিন। কিন্তু তিনি তা না দিয়ে চলে গেলেন”।

অভিনব আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন হল এই বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের তিনি অচলাবস্থা তৈরি করেছিলেন একটা যোগসাজশের মাধ্যমে। তাঁকে এখানে এনেছিলেন বর্তমান রাজ্যপাল।

প্রসঙ্গত, এর আগের উপাচার্য ড. সাধন চক্রবর্তী চলে যাওয়ার পরে ড. দেবাশীষ বন্দোপাধ্যায়কে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে আসেন। তাঁর মেয়াদকাল এই কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিল বছর খানেকের মতো।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *