অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, জলপাইগুড়ি: আবাসিকদের কয়েকজন ভাল ছবি আঁকতে পারে। প্লাইউডে তারা এঁকেছে বাগদেবীর বড় ছবি। মৃন্ময়ী প্রতিমার পাশাপাশি, সেই ছবিও পুজো পাবে এ বার। মণ্ডপ ও মণ্ডপ সজ্জা নিজেরাই করেছে। সরস্বতী পুজো উপলক্ষ্যে জমজমাট শহরের সরকারি কোরক হোমে।
বছরের কয়েকটি দিনই অন্য রকম কাটে আবাসিকদের। বাকি দিনগুলি শৃঙ্খলায় মোড়া। সরস্বতী পুজো উপলক্ষ্যে নিজেরা দলে ভাগ হয়ে প্রস্তুতি শুরু করেছিল ওই হোমের আবাসিকেরা। জনাকয়েক আবাসিক মিলে সরস্বতীর বড় আকারের ছবি এঁকেছে। মৃন্ময়ী প্রতিমার সঙ্গে একই বেদীতে স্থান পাবে ওই চিত্রও।
এ দিকে, বাঁশ, ছন -সহ পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে কোরক হোমের প্রাঙ্গণে মণ্ডপও বানিয়েছে আবাসিকদের একাংশ। অন্য দল আবার ব্যস্ত মন্ডপ সজ্জার কাজে। আবাসিকদের উৎসাহ দেখে হোম কর্তৃপক্ষও একাধিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রেখেছে। হোমের ভেতরের রাস্তায় রবিবার আল্পনা দেবে আবাসিকেরা। আবৃত্তি প্রতিযোগিতারও আয়োজন করেছেন কর্তৃপক্ষ। স্থানাধিকারীদের পুরস্কৃতও করা হবে।

সরস্বতীর বন্দনায় গান ধরবে মায়ানমার থেকে আসা এক শিশু। এর পাশাপাশি, পুজো উপলক্ষ্যে মেনুতেও পরিবর্তন করা হয়েছে। খিচুড়ি, লাবড়া, তরকারি, চাটনি, মিষ্টি-সহ অন্য পদে দুপুরের ভোজন৷ রাতের মেনুতে থাকছে পনিরের পদ।

হোম সুপার গৌতম দাস বলেন, “আমরা চাই পুজো ও উৎসবের মুহুর্ত গুলিকে ওরাও আত্তীকরণ করুক। ওরাও আনন্দ করুক। তাই এই উদ্যোগ। তবে, পুজোর ব্যবস্থাপনার দায়িত্ব ওরাই নিয়েছে। আমরা সহায়তা করছি।” এক আবাসিক বলে, “আমাদের ফর্দ মিলিয়ে জিনিসপত্র কেনা-সহ সব কাজেই সুপার স্যার-সহ অন্যরা খুব সাহায্য করেছেন। হোমের সবাই নিজেদের খুশি মতো এই পুজোয় বিভিন্ন কাজ করছে।”




Be First to Comment