অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: লোকসভা নির্বাচনের ঠিক আগে শিক্ষক সংগঠনে রদবদল করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
শেখ নুরুল হককে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি করা হয়েছে।
এছাড়াও সহ-সভাপতি হিসেবে গান্ধী প্রসাদ নুনিয়া এবং সাধারণ সম্পাদক হিসাবে অতনু দত্তকে দায়িত্ব দেওয়া হয়েছে।
যেখানে দুর্গাপুরের ড. কালিমুল হক এবং আসানসোলের রাজীব মুখোপাধ্যায় রাজ্য কার্যনির্বাহী কমিটির অন্তর্ভুক্ত হয়েছেন।
আসানসোলের রেলপারের বালবোধন স্কুলের শিক্ষক গান্ধী প্রসাদ নুনিয়াকে শাসক দলের শিক্ষক সংগঠনের জেলা সহ-সভাপতি করায় স্কুলের শিক্ষক ও সমিতির সদস্য শিক্ষকরা তাঁকে সম্মানিত করেন।
সহ-সভাপতি গান্ধী প্রসাদ নুনিয়া জানান, সংগঠনের পক্ষ থেকে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। নিজের এই দায়িত্ব মেনে কাজ করার যথাসাধ্য চেষ্টা করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোজ যাদব, মুকেশ ঝাঁ , ড. উদাস চক্রবর্তী, সঞ্জয় প্রসাদ প্রমুখ।
অন্য দিকে, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবারতি সিনহা, সহ-সভাপতি যদুনাথ রায় এবং সাধারণ সম্পাদক আবির তরফদারকে করা হয়েছে।
Be First to Comment