গ্রামবাসীরা নিজেদের গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে আসেন সঠিক চিকিৎসা পাওয়ার আশায়। ছবি: প্রতিবেদক
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, মথুরাপুর: রিলায়েন্স ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মথুরাপুর-১ ব্লকের ভেটকিপুর গ্রামে বিনা পয়সায় প্রাণী স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়ে গেল।
সুন্দরবনের পিছিয়ে পড়া এই গ্রামে দীর্ঘদিন ধরে প্রাণীদের সঠিক চিকিৎসা না হওয়ার কারণে প্রাণীদের অনেক রকম সমস্যা দেখা যাচ্ছিল। আর তাই রিলায়েন্স ফাউন্ডেশন এ দিন এই গ্রামে প্রাণীদের সঠিক চিকিৎসার জন্য বিনা খরচে সেই ব্যবস্থা করে দেয়। যাতে এই গ্রামের প্রাণীপালকেরা সঠিক চিকিৎসা এবং পরামর্শের মাধ্যমে প্রাণী পালন সম্পর্কে যাতে আরও বেশি ভালো ভাবে কাজ করতে পারে।
এদিন এই শিবিরে গ্রামবাসীরা নিজেদের গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে আসেন সঠিক চিকিৎসা পাওয়ার আশায়।এই শিবির থেকে সমস্ত প্রাণীপালকদের হাতে প্রাণীদের সমস্যা অনুযায়ী কিছু ওষুধপত্রও তুলে দেওয়া হয়। আর এই কাজে এই গ্রামের প্রাণীপালকেরা খুশি।
Be First to Comment