প্রবোধ দাস, পুরুলিয়া: অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল আদ্রা থানার পুলিশ। আনুমানিক ৩৫ বছর বয়সী। আদ্রা থানা অন্তর্গত আপার বেনিয়াশোল এলাকায় ফাঁকা জায়গায় থেকে দেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় মানুষেরা সকাল বেলায় ওই মৃতদাহটিকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে ওই এলাকায় মানুষের ভিড় জমতে থাকে, খবর দেওয়া হয় আদ্রা থানার পুলিশকে, খবর পাওয়া মাত্রই আদ্রা থানার পুলিশ ঘটনারস্থলে পৌঁছায়।
ঘটনার স্থলে এসে পৌঁছান রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক এবং আদ্রা থানার আইসি-সহ আদ্রা থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতনদের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা ডি মনোজ কুমার বলেন, “সকালবেলায় স্থানীয় মানুষের দেখতে পেয়ে আমাকে খবর দেয়, আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি এবং আদ্রা থানাকে খবর দিই, পুলিশ আসে এবং দেহটি উদ্ধার করে নিয়ে যায়।”

তিনি বলেন, বিষয়টি বুঝে উঠতে পারছি না তবে হয়তো অন্য এলাকার হতে পারে। কিভাবে ঘটলো এমন ঘটনা, পুলিশ তদন্তে নেমেছে। জোরদার তদন্ত শুরু করেছে। পুরো ঘটনাটি পুরো ঘটনাটি তদন্ত সাপেক্ষ।



Be First to Comment