উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর: মন্দিরবাজারের বিজেপির দলীয় অফিসের ভিতর থেকে এক বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।
দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার মন্দিরবাজারে নৃশংস ভাবে খুন হলেন মথুরাপুর লোকসভার বিজেপির সোশ্যাল মিডিয়ার কনভেনার।
শুক্রবার গভীর রাতে উস্তি থানার দ্বীপের মোড়ের কাছে বিজেপির দলীয় কার্যালয়ের ভিতর থেকে পৃথ্বীরাজ নস্করের (৩৩) ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কে বা কারা খুন করল তা জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে মৃতদেহ শনিবার ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
Be First to Comment