উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার খরগোপুর ব্রিজের কাছে জঙ্গলের মধ্যে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার।
নরেন্দ্রপুর থানায় খড়গপুর ব্রিজের কাছে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, আজ, সোমবার সকালে পথচারী এক ব্যক্তি ছিন্নভিন্ন দেহ জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখে।
খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। ইতিমধ্যে নরেন্দ্রপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করছে বলে জানা গেছে। তবে মৃতের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।
মৃতদেহটি কোনো মহিলার হতে পারে বলে অনুমান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে তদন্তের কাজ শুরু করেছে।
Be First to Comment