অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর : সিটি সেন্টারের বুকে এনআইটি সংলগ্ন ৭ নম্বর গেটের কাছে, উইমেন্স কলেজের ঠিক উল্টোদিকের জঙ্গল থেকে উদ্ধার হল এক ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ।
ওই মৃত ব্যাক্তির কোনো নাম পরিচয় জানা যায়নি। ওই ব্যাক্তির বয়স আনুমানিক ৩৮ বছরের কাছাকাছি । স্থানীয় কয়েকজন ছেলে ওই জঙ্গলে গরু চরায়, তারা প্রথমে দেহটি দেখতে পায় গাছে ঝুলন্ত অবস্থায় ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে ওই জঙ্গল থেকে পচা দুর্গন্ধ পাওয়া যায় । এরপর গন্ধের উৎসস্থল খুঁজতে গিয়ে দেখতে পাওয়া যায় ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির দেহ ।

তারা আতঙ্কিত হয়ে খবর দেয় পুলিশকে। দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জঙ্গল থেকে পচাগলা দেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের বক্তব্য, ওই মৃত ব্যাক্তির গায়ে কোনো বস্ত্র ছিল না, শুধুমাত্র একটি হাফ প্যান্ট ছিল ।
কিভাবে ওই ব্যাক্তির দেহ জঙ্গলে এলো, সে বিষয়ে এখনও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা হতেও পারে বা নাও হতে পারে, ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ কী। তবে মৃতদেহ দেখে মনে হয়েছে কয়েকদিন আগের ।
এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সিটিসেন্টারে এলাকায় ।




Be First to Comment