Press "Enter" to skip to content

আদ্রা রেল স্টেশন থেকে উদ্ধার বিরল প্রজাতির প্যাঁচা

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: আদ্রা রেল স্টেশন থেকে উদ্ধার করল একটি বিরল প্রজাতির প্যাঁচার। আজ, রবিবার ভোরবেলা দক্ষিণপুর রেলওয়ের আদ্রা ২ নম্বর রেল প্ল্যাটফর্মে সমরসতা এক্সপ্রেস (১২১৫২) ট্রেনটি এসে পৌঁছালে , ট্রেনটি চেক করার সময় রেল কর্মচারী প্রতাপচন্দ্র গড়াই ও অমর মাহাতো রেলের ইঞ্জিনের সামনে কেটেল গার্ডে আটকে থাকা একটি প্যাঁচা দেখতে পান।

প্যাঁচাটি দেখতে পেয়ে তাঁরা সঙ্গে সঙ্গে খবর দেই আদ্রা জিআরপি ওসি অনিমেষ বাউরীকে। তারপর খবর দেওয়া হয় কাশিপুর বনদফতরকে।

কাশিপুর বনদফতর কর্মীরা এসে ওই আহত প্যাঁচাটিকে উদ্ধার করে নিয়ে যান। কাশিপুর বনদফতরের কাছ থেকে জানা যায় বর্তমান ওই প্যাঁচাটি চিকিৎসাধীনে রয়েছে। সুস্থ হলেই প্যাঁচাটিকে ছেড়ে দেওয়া হবে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *