উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : সোমবার বেপরোয়া যান চলাচলে মর্মান্তিক মৃত্যু ঘটল এক বৃদ্ধের। জয়নগরে এদিন লরির ধাক্কায় মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাশতে।
এদিন বেলায় সাইকেলে করে বাজারে যাচ্ছিলেন দক্ষিণ বারাশতের এক বৃদ্ধ সনাতন দাস। সেই সময় একটি লরি বেপরোয়া ভাবে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে ওই বৃদ্ধের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল,এদিন নিজের সাইকেল নিয়ে বাজারে যাচ্ছিলেন সনাতনবাবু। তখনই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। তাঁর বাড়ি দক্ষিণ বারাশত এলাকায়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে জয়নগর থানার পুলিশ। তাঁরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্তের কাজ শুরু করে। তবে এই ঘটনায় পুলিশ ঘাতক লরির চালক সহ লরিটিকে আটক করে থানায় নিয়ে গেছে। আর এই ঘটনায় মৃতের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।



Be First to Comment