অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: রানিগঞ্জ শহর সহ শিল্পাঞ্চলের একাধিক চুরির ঘটনার কিনারা করল আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের রানিগঞ্জ থানার পুলিশ। এইসব চুরির ঘটনায় রানিগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়েছে দুই ভাই। তাদেরকে হেফাজতে নিয়ে জেরা করে পুলিশ তাদের গোপন ডেরা থেকে উদ্ধার করেছে প্রচুর চোরাই সামগ্রী। লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গয়নার পাশাপাশি অন্য সামগ্রী তার মধ্যে রয়েছে।
শনিবার রানিগঞ্জ থানায় এক সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে বিস্তারিত ভাবে জানান আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস।
তিনি বলেন, রানিগঞ্জ থানার ডা. ডিপি সিং গলির জ্ঞান ভারতী স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা জনৈক জয় নারায়ণ পান্ডে গত ১৩ জুন স্ত্রীকে নিয়ে অযোধ্যায় গেছিলেন। ১৬ জুন তারা বাড়ি ফেরার পরে দেখতে পান যে বাড়ির মুল দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। বাড়ির মালিক বাড়ির ভেতরে ঢুকে দেখতে পান তিনটি আলমারি ভাঙা রয়েছে। তারা বুঝতে পারেন যে, চোরেরা আলমারি থেকে কিছু স্বর্ণ ও রুপোর গয়না চুরি করেছে।

এছাড়াও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ১৫০০ টাকা চুরি হয়েছে। এরপর বাড়ির মালিক গোটা ঘটনার কথা জানিয় রানিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ একে একে দুই ভাই বিক্রম ডোম ও রকি ডোমকে গ্রেফতার করে। তারা রানিগঞ্জ থানার কুমোর বাজারের রাজওয়ার পাড়ার বাসিন্দা।
ডিসিপি (সেন্ট্রাল) আরও বলেন, তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। জেরায় তারা অপরাধ স্বীকার করে। পুলিশ হেফাজতে থাকার সময় তাদের কথা মতো প্রায় সমস্ত চুরি করা জিনিস উদ্ধার করা হয়। তার মধ্যে রয়েছে একটি ভাঙা সোনার হাতের বালা, একটি ত্রিভুজাকার আকৃতির সোনার কানের দুল), নগদ ১৩৫০ টাকা, এক জোড়া সোনার কানের দুল, একটি লকেট সহ একটি সোনার চেন, চারটি রুপোর কয়েন, দুই জোড়া রূপার বালা, দুজোড়া রুপোর পায়েল, দুজোড়া রুপার পায়ের আঙুলের আংটি, দুটো রুপোর চেন ও এক জোড়া সোনার কানের আংটি। তিনি আরো বলেন, আপাতত মনে হচ্ছে দুই ভাই চুরি করতো। কোন কোন জায়গায় এরা চুরি করেছে, তা জানার চেষ্টা করা হচ্ছে।
এ দিন ডিসিপি (সেন্ট্রাল) জানান, ধৃতরা বাড়ি ফাঁকা রেখে যারা বাইরে যান তাদের বাড়ি গুলিকেই টার্গেট করতে।




Be First to Comment