Press "Enter" to skip to content

রানিগঞ্জে সোনার দোকানে ডাকাতি: এ বার ঝাড়খণ্ড থেকে গ্রেফতার মূল পান্ডা গুলিবিদ্ধ বিহারের সোনু সিং

ঝাড়খণ্ড ও আসানসোল : রানিগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার করা হল কুখ্যাত দুষ্কৃতীকে। ধৃতের নাম সোনু সিং। তার বাড়ি বিহারের সিওয়ানে।

সোমবার সন্ধ্যায় তাকে ঝাড়খণ্ডের গিরিডির সরিয়া এলাকার জঙ্গল থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। জখম অবস্থায় থাকায় তাকে ধানবাদের পাটলিপুত্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তাকে ধানবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আসানসোল হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। তার শরীরের পিছনে কোমরের উপরে গুলি লাগে। এ দিন সকালে তাকে রানিগঞ্জের ঘটনায় গ্রেফতার দেখিয়ে প্রয়োজনীয় নথি আসানসোল আদালতে রানিগঞ্জ থানার পুলিশের তরফে পেশ করা হয়েছে।

প্রসঙ্গত, দুদিন আগে গত রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ৭/৮ জনের একটি ডাকাত দল রানিগঞ্জ শহরে ৬০ নং জাতীয় সড়ক বা এনএসবি রোডের তারবাংলা এলাকায় একটি সোনার দোকানে হানা দেয়। মিনিট পাঁচেক অপারেশন করে ডাকাতরা ৪ কোটি টাকারও বেশি সোনার গয়না লুঠ করে। কিন্তু বেরোনোর সময় তাদেরকে পুলিশের গুলির সামনে পড়তে হয়। সেই সময় ওই সোনার দোকানের সামনে কাজে এসেছিলেন আসানসোলের জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির ইনচার্জ মেঘনাদ মণ্ডল। তিনি বুঝতে পারেন যে, ওই সোনার দোকানে ডাকাতি হচ্ছে। এরপর তিনি সোনার দোকানের কাছে একটি বৈদ্যুতিক খুঁটির আড়ালে গিয়ে ডাকাতদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়।ডাকাতদের একজনের গায়ে মেঘনাদের চালানো গুলি লাগতেই তারা বোঝে, এবার তাদেরকে এলাকা ছেড়ে দ্রুত চম্পট দেওয়া ছাড়া আর গতি নেই। কোনমতে জখম সঙ্গীকে টেনে বাইকে তুলে নেয় দুই যুবক। নিজেদের একটি বাইক দোকানের সামনে ফেলে, ১ কোটি ৮৩ লক্ষ টাকার সোনা ও হীরের গয়না ব্যাগে নিয়ে অন্য দুটি বাইকে করে পালায় সাতজন। একটি বাইক ছাড়াও ঘটনাস্থলে পড়ে থাকে জামাকাপড় ভর্তি দুটি পিঠের ব্যাগ , ৪২ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ২ কোটি ৪১ লক্ষ টাকার গয়না সমেত একটি ব্যাগ।গোটা ঘটনা দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে। তাতে দেখা গ্রেফতার হওয়া সোনু সিং প্রথমে দোকানে হাতে কার্বাইন নিয়ে ঢুকছে। বেরোনোর সময় পুলিশের গুলি তার কোমরে লাগে। সে মাটিতে পড়ে যায়। তখন তার সঙ্গীরা তাকে মোটরবাইকের বসিয়ে চম্পট দেয়। পরে এরা আসানসোলের মহিশীলা কলোনিতে আসে। সেখানে চক্রবর্তী মোড়ে দূর্গাপুরের বাসিন্দা নয়ন দত্ত নামে এক যুবককে গুলি করে তার চারচাকা গাড়ি নিয়ে পালিয়ে যায়।

রবিবার রাতেই ঝাড়খণ্ডের গিরিডি পুলিশ ওই চারচাকা গাড়ি সহ সরিয়া এলাকার জঙ্গল থেকে সুরজ সিং নামে একজনকে ধরে। পরে ধরা পড়ে কোমরে গুলি লাগা সোনু সিং। তাকে ধানবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গিরিডি পুলিশ ওই গাড়ি থেকে ডাকাতি করা প্রায় পুরো সোনার গয়না উদ্ধার করে। পাওয়া যায় বেশ কিছু কার্তুজ।

পুলিশ সূত্রে জানা গেছে, বিহারের গোপালগঞ্জের বাসিন্দা সুরজ সিং ও সিওয়ানের বাসিন্দা সোনু সিং দুইজন আত্মীয়।আরো জানা গেছে, এই মুহুর্তে বিহার ও ঝাড়খণ্ডে আসানসোল দূর্গাপুর পুলিশের তিনটি দল রয়েছে। তারা দুই রাজ্যের পুলিশের সাহায্য আসানসোল ও রানিগঞ্জের দুটি ঘটনায় যুক্ত বাকিদের খোঁজ চালাচ্ছে।

এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, সুরজ সিংকে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ১৪ দিনের হেফাজতে নিয়ে জেরা করছে। জানার চেষ্টা করছে, তার সঙ্গীরা কোথায় আত্মগোপন করে আছে।

অন্যদিকে গুলিতে জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকায় তাকে এই মুহুর্তে জেরা করা যাচ্ছে না। সে একটু সুস্থ হলে হেফাজতে নিয়ে জেরা করা হবে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *