আসানসোল : বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকাল থেকে পূর্ব রেলওয়ের আসানসোল শাখার ঠিকা সাফাই কর্মীরা কাজ বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
সাফাই কর্মীদের সুপারভাইজার মলয় রজক জানান, সরকারি নির্দেশ অনুযায়ী একজন ঠিকা সাফাই কর্মীর বেতন ৬১৫ টাকা হলেও ১৬ বছরে তারা সেই বেতন পায়নি ।
এমনকি আসানসোল ডিআরএম বেতন বৃদ্ধির দাবিকে স্বীকৃতি দিয়েছেন। তাসোতেও শ্রমিকরা সঠিক বেতন পাচ্ছেন না।


তাদের দাবি, নতুন ঠিকাদার সেই অনুযায়ী মাসিক ১৩ হাজার টাকা এবং মেডিকেল ও পিপিএফ না দিলে তারা কাজে যোগ দেবে না। রেলের সাফাই কাজ পুরোপুরি বন্ধ থাকবে।



Be First to Comment